Wellcome to National Portal
  • Bannar2
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ জুন ২০২৪

‘দক্ষ ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন নির্মাতা গড়ে তোলার লক্ষ্যে, প্রোডাকশন ডিজাইন (কস্টিউম, সিনেমাটোগ্রাফি, সেট ডিজাইন)’ বিষয়ক কর্মশালা


প্রকাশন তারিখ : 2024-06-13

 

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর উদ্যোগে ১২ জুন ২০২৪ তারিখ বুধবার সকাল ১০:০০ ঘটিকায় ‘দক্ষ ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন নির্মাতা গড়ে তোলার লক্ষ্যে, প্রোডাকশন ডিজাইন (কস্টিউম, সিনেমাটোগ্রাফি, সেট ডিজাইন)’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।  বিসিটিআই-এর প্রধান নির্বাহী জনাব ফায়জুল হক সেমিনারটির উদ্বোধন করেন। উক্ত কর্মশালা মুল আলোচক হিসেবে বিসিটিআই-এর মূখ্য প্রশিক্ষক জনাব জাহিদুর রহিম অঞ্জন উপস্থিত ছিলেন। এছাড়া চলচ্চিত্র পরিচালক জনাব এন রাশেদ চৌধুরী, সিনেমাটোগ্রাফার জনাব মাজহারুল রাজু, কস্টিউম ডিজাইনার মিজ নওরিন, পিজিডি ৭ম ব্যাচ এর শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  বিসিটিআই-এর পরিচালক জনাব মো. জাহিদুল ইসলাম সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

2024-06-13-04-36-5113af667caafd083b72efd0f8aa5100 2024-06-13-04-36-f2ac73c5dbfad009ceec98707a7d48dc 2024-06-13-04-37-54e814dccc7860283882f176ef7932c9