বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর উদ্যোগে ১২ জুন ২০২৪ তারিখ বুধবার সকাল ১০:০০ ঘটিকায় ‘দক্ষ ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন নির্মাতা গড়ে তোলার লক্ষ্যে, প্রোডাকশন ডিজাইন (কস্টিউম, সিনেমাটোগ্রাফি, সেট ডিজাইন)’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিসিটিআই-এর প্রধান নির্বাহী জনাব ফায়জুল হক সেমিনারটির উদ্বোধন করেন। উক্ত কর্মশালা মুল আলোচক হিসেবে বিসিটিআই-এর মূখ্য প্রশিক্ষক জনাব জাহিদুর রহিম অঞ্জন উপস্থিত ছিলেন। এছাড়া চলচ্চিত্র পরিচালক জনাব এন রাশেদ চৌধুরী, সিনেমাটোগ্রাফার জনাব মাজহারুল রাজু, কস্টিউম ডিজাইনার মিজ নওরিন, পিজিডি ৭ম ব্যাচ এর শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিসিটিআই-এর পরিচালক জনাব মো. জাহিদুল ইসলাম সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।